Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিভাবে যাবেন

ট্রেন যোগেঃ

 

ঢাকা থেকে মাত্র ১৮০-১৯০ কিঃমিঃ দূরে অবস্থিত এই সরিষাবাড়ী উপজেলা। কমলাপুর স্টেশন থেকে অগ্নিবীনা, যমুনা আন্তঃনগর ট্রেনে সরাসরি সরিষাবাড়ী উপজেলায় আসা যায়। তাছাডা বাস ও নদী পথেও সরিষাবাড়ী আসা যায়। আন্তঃনগর ট্রেনের ভাড়া শোভন=১৭০/-, চেয়ার= ২২০/, প্রথম চেয়ার= ২৮০/, কেবিন ৩৯০/, ঢাকা মহাখালি থেকে সরিষাবাড়ী পর্যন্ত বাস ভাড়া = ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত।

 

বাস/সিএনজি যোগেঃ

ঢাকা থেকে সরাসরি বাসে জামালপুর এবং জামালপুর রেল গেট থেকে দিগপাইত হয়ে সরিষাবাড়ী সিএনজি তে আসা যায় ।

অথবা মধুপুর- জামালপুর রোডের দিগ-পাইত নেমে ঐখান থেকে সিএনজিতে সরিষাবাড়ী আসা যায়।

সরিষাবাড়ী বাস স্টেশন/ রেল স্টেশন হতে অটো রিক্সা/ ভ্যান গাড়ীতে উপজেলা পরিষদ । উপজেলা পরিষদের নবনির্মিত ৪তলা ভবনের ৩য় তলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয় অবিস্থত।